সিংগাইরে ডাকাতের হামলায় নিহত-১

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫

মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির হামলায় মহর আলী(৭০) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। সোমবার(১৮ আগস্ট) গভীর রাতে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর ব্রীজ সংলগ্ন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত-মহর আলী ওই গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
নিহতের ছোট ছেলে নুরুল ইসলাম জানান,১৫-২০ জনের একদল ডাকাত আমাদের বাড়ি সোমবার রাত ২ টার সময় প্রবেশ করে আমাদের গোয়াল ঘরের তালা ভেঙ্গে  ২ টি গাভী ও ২টি ষাড় গরু বের করেন। আমি পাশের রুম থেকে টের পেয়ে ডাকচিৎকার দেই। তখন আমার বাবা ও মা ঘুম থেকে উঠে ডাকাত দলের পিছু নিলে আমার বাবাকে  মারাত্মকভাবে আঘাত করলে সে মাটিতে লুটে পরে। এসময় আমাকে  ধাওয়া করে ৫ লক্ষ টাকার ৪ টি গরু  ট্রাক যোগে নিয়ে যায়। পরবর্তীতে  আমার আত্বীয় স্বজন এগিয়ে এসে আমার বাবাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক  ঢাকা রেফার্ড করেন। পরে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে  তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম জানান, চুরি করতে আসলে বাড়ি লোকজন বাধা প্রদান করে এতে চোরেরা বাড়ির মালিককে লাঠি দিয়ে আঘাত করে  আহত করেন। আহত অবস্থায় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। তিনি আরোও জানান,ঘটনার সময় পাশের ব্যাটারি ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড দেখেও কোন প্রকার সহযোগিতা না করায় তাদের ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

রিপন মিয়া।।