সরাইল পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪ মোঃ মুনির।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতির সময়ে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) রাতে উপজেলার কালিকচ্ছ ইউপির ধরন্তী সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের দুল্লাই ব্রীজ সংলগ্ন উত্তর পার্শ্বের ঢালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। অভিযানে গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, উপজেলা সৈয়দটুলা গ্রামের মৃত সহিদের ছেলে মোঃ ইব্রাহিম মিয়া (৩০), ইসলাবাদ (গোগদ) উওর হাটির মৃত জমিরের ছেলে মোঃ হেলাল (২৩), ধরন্তী এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মোখলেছ মিয়া (২২), একই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে অপু মিয়া (২২), মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মোঃ বিল্লাল মিয়া (৩৫), মালিহাতা গ্রামের আক্তার মিয়ার ছেলে মো: শামীম মিয়া (১৯) ও আনোয়ার মিয়ার ছেলে ইমন মিয়া (২১)। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র রামদা, চায়নিজ কুড়াল ও অন্যান্য অস্ত্রসহ ৭ ডাকাত কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: