সরকারি রাস্তায় এখন ধান চাষ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫

মাহমুদুল হাসান নয়ন।। 

ময়মনসিংহ নান্দাইল উপজেলায় প্রথম শ্রেণীর পৌরসভার 5 নং ওয়ার্ড হয়ে নয়াব আলী ব্রিজ পর্যন্ত। এ রাস্তাটি নান্দাইল উপজেলার তিনটি ইউনিয়ন আচারগাও শেরপুর, খারুয়া ইউনিয়নের হাজার হাজার জনগণ চলাচলের একমাত্র রাস্তা এটি । এমনকি তিনটি ইউনিয়নের জনগণ হাসপাতালে যাওয়ার  একমাত্র রাস্তা এটি ।  বিগত প্রায় ২০ বছর যাবত এ রাস্তাটির কোন সংস্কার নেই। তাই সাধারণ জনগণ গতকাল এ রাস্তাটিতে ধানের চারা রোপন করে করে দেয়।