নোয়াখালী সোনাইমুড়ী পুলিশের অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫ মোঃরিয়াজুল সোহাগ ।। নোয়াখালীর সোনাইমুড়ীতে বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মোছাঃ সুবর্ণা আক্তার (২০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় এলাকায় ইকোনো বাস কাউন্টার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা দুটি লাগেজ থেকে পৃথকভাবে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত সুবর্ণার বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানিয়েছেন , মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি নিয়মিত মামলার পলাতক আসামীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: