চট্টগ্রাম মেডিকেল কলেজ গৌরবের ৬৮ তম সিএমসি ডে অনুষ্ঠিত হয়

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
বাবলু নন্দী ।।
শনিবার ২০.৯.২০২৫ চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক প্রতিষ্ঠাবার্ষিক, ৬৮ তম সিএমসি ডে ২০২৫  উপলক্ষে  রেলি ও আলোচনা সভা আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে  রেলি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র  ডাক্তার শাহাদাত হোসেন । চমেক ক্যাম্পাস থেকে বের হয়ে গেছে রেলিটি মেডিকেল কলেজের সড়ক হয়ে শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এসে শেষ হয়। কলেজ অডিটেরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায়  অংশ নেন  শিক্ষক,  বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। আলোচনা সভায় প্রধান অতিথি  বক্তব্য রাখেন  ডাক্তার শাহাদাত হোসেন বলেন  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে পাস করা শিক্ষার্থীরা , চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য  নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। আরো বলেন  চট্টগ্রাম মেডিকেল কলেজ  থেকে শিক্ষার্থীরা   প্রতিবছর ডাক্তারা  হয়ে বের হচ্ছেন, তাদের দায়িত্ব শুধু  চিকিৎসা প্রদান নয়, সমাজের প্রতিটি স্তরের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানুষের পাশে দাঁড়ানো সমান গুরুত্বপূর্ণ। সুস্থ জাতি গঠনে  তরুণদের চিকিৎসকদের ভূমিকা আরো বেশি। মেয়র বলেন  চট্টগ্রামে এখনও  অনেক মানুষ পর্যাপ্ত স্বাস্থ্য  সেবা থেকে বঞ্চিত। তাই  বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা যদি সচেতনতা সৃষ্টির গবেষণার  পাশাপাশি ও সেবাই  অগ্রণী ভূমিকা রাখেন তাহলে
নগরবাসী  স্বাস্থ্যসম্মত সুন্দর জীবন পাবেন। অনুষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা নগরের স্বাস্থ্য সেবা খাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ঐতিহ্য ও অবদান তুলে ধরেন। তারা বলেন ১৯৫৭ সালে  প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান  শুধু চিকিৎসক তৈরি করেননি চিকিৎসা শিক্ষায় অগ্রণী ভূমিকা রেখে  দেশের স্বাস্থ্য খাতকে সামনের দিকে  এগিয়ে নিয়ে যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আব্দুর রবের সভাপতিতে এ সময়  উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোঃ তসলিম উদ্দিন উপস্থিত ছিলেন আরো অনেকেই।