কেন্দুয়ায় ডাকাত সন্দেহে আটক ১ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়ায় ডাকাত সন্দেহে কুশো চন্দ্র সরকার (৪০) নামে একজনকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ । শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টায় আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় তাঁকে । জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা সীমান্ত শাহজালাল পরিবহন বাসটি । যেটি নেত্রকোণা কলমাকান্দার উদ্দেশ্যে যাওয়ার পথে ভোর রাত ৪.১০ মিনিটে কেন্দুয়া বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় চায়ের দোকানে অবস্থানরত লোকজনের সন্দেহ হলে তাৎক্ষণিক রামপুর বাজারের লোকজনকে ফোনের মাধ্যমে অবহিত করলে ৪টা ২৪ মিনিটে বাসটি আটক করে । পরে কেন্দুয়া থানার এসআই জাহিদের নেতৃত্বে একটি পুলিশ টিম ধরতে সক্ষম হয় তাঁকে । আটককৃতের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি এলাকার গলকুন্ডা গ্রামে । তাঁর বাবার নাম নেপাল চন্দ্র সরকার । স্থানীয়দের ধারণা ৭/৮ জনের ডাকাত দল ডাকাতি প্রস্তুতিকালে এলাকাবাসী ও পুলিশের তৎপরতা টের পেয়ে অন্যরা পালিয়ে যায় । এ বিষয়ে কেন্দুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, আমরা ৫৪ধারায় আটক করেছি তাঁকে । বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলমান । তিনি আরো বলেন, এখনো পর্যন্ত কোন মামলা রজু হয় নি । SHARES সারা বাংলা বিষয়: