বাঞ্ছারামপুরে রূপসদী উত্তর বাজার ফার্মেসি ডেন্টাল হোমিও মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
রিপন সরকার  ।।
ব্রাহ্মণবাড়ী বাঞ্ছারামপুর জেলার রূপসদী গ্রামের বালুয়াকান্দি বাজার। যার ঐতিহ্য প্রায় ২০০ বছর আগের থেকে এই বাজারের সপ্তাহে  হাটের  দিন হচ্ছে বুধবার। ঐ দিন
অসংখ্য ব্যবসায়ী দোকানপাট নিয়ে  চলে আসে বুধবার বাজারে মাঠে।
অনেক বছরের এই পুরাতন রূপসদী  উত্তর বাজারে হাজার হাজার মানুষের আনা গুনা।  এই বাজারে  প্রায় ৩০ টি ওষুধের দোকান অবস্থিত।
আজ থেকে ১২ বছর আগে রূপসদী  উত্তর বাজার ফার্মেসি ডেন্টাল  হোমিও মালিক সমিতির প্রতিষ্ঠিত হয়।
এই বাজারে প্রতিদিন হাজার হাজার লোকের আসা যাওয়া চলে, সে ঐতিহ্যবাহী বাজারে একটি সরকারী  হাসপাতাল   অবস্থিত, রূপসদী স্বাস্থ্য পরিবার  কল্যাণ কেন্দ্র  রয়েছে। তিনটি ডেন্টাল চেম্বার চারটি হোমিওপ্যাথিক হল, একটি ফিজিও থেরাফিস্ট সেন্টার রয়েছে।
প্রচুর মানুষের আনাগোনা উক্ত বাজারে রূপসদী গ্রামের ৯৫% মানুষ শিক্ষিত।
রূপসদী উত্তর বাজার ফার্মেসি ডেন্টাল হোমিও মালিক সমিতির সকল মালিক এবং ডেন্টিস্ট হোমিওপ্যাথিক সবাই এক সাথে মিলে গতকাল রোজ শুক্রবার  এক সাথে বসে, বিশাল আলোচনা সভার মাধ্যমে পল্লী চিকিৎসক, সাংবাদিক  রিপন সরকার কে সভাপতি পদে নির্বাচিত করেন।
সভাপতি রিপন সরকার বলেন,রূপসদী উত্তর বাজার ফার্মেসি ডেন্টাল হোমিও মালিক সমিতির উন্নয়নের জন্য এবং রোগীরা যাতে করে সঠিক সেবা পায় ন্যায মূল্য ঔষধ পায়,  কোন মেডিসিন ব্যবসায়ী  যাতে করে  বেশি মূল্য  রাখতে না পারে, নকল ঔষধ যাতে করে কেউ বিক্রয় করতে না পারে। এদিকেও সভাপতি কটুর ভাবে দৃষ্টি রাখবে। ন্যায্য মূল্য এবং মূল্যের থেকে বেশি যদি কেউ দাম রাখে তার বিরুদ্ধে আইনি  ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক দোকানে দোকানে ড্রাগ লাইসেন্স থাকবে, ট্রেড লাইসেন্স থাকবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত  ফার্মাসিস্ট হতে হবে। প্রত্যেকটি দোকানে ফার্মাসিস্ট দাঁড়ায় ফার্মেসি পরিচালনা করা হবে। রোগীরা যাতে করে হয়রানি  না হয় সঠিক সেবা পায় সেদিকে সভাপতির কটুর হুঁশিয়ারি।  সেই প্রত্যয়ে আগামীর চিন্তা করে চলুন আমরা সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করি, ভেজালমুক্ত দেশ গড়ি। ভেজাল ওষুধ বর্জন করি। মূল্য ও তারিখ দেখে ক্রয় করি।