মাদক বিরোধী সফল অভিযান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাচারকারী এক গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫ মেহেদী হাসান আরফাত ।। ১। সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা বদ্ধপরিকর। এই অঙ্গীকারের অংশ হিসেবে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং পুলিশের যৌথ টহল দল এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন পাচারকারীকে গ্রেফতার করেছে। ২। নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে, মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগর পথে পাচার করে টেকনাফ সমুদ্র উপকূলবর্তী নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। মাদক ও পাচারকারীদের ধরতে, বিজিবির টেকনাফ ব্যাটেলিয়ানের অধিনায়ক একটি যৌথ অভিযানের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ০১১৫ ঘটিকায় ২ বিজিবির অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক এবং অফিসার ইনচার্জ, টেকনাফ মডেল থানাসহ বিজিবি ও পুলিশের একাধিক দলের সমন্বয়ে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে মাদক পাচারকারী মোঃ ইসমাইল (৩২)-কে আটক করে তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের (নারকোটিক্স) সাহায্যে নোয়াখালীপাড়ায় তাহের নামক এক ব্যক্তির বসতঘরের পাশে মাটির নিচে অত্যন্ত গোপনে পুঁতে রাখা জায়গাটি চিহ্নিত করা হয়। পরে, মাটি খুঁড়ে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সফল উদ্ধার অভিযান বিজিবি ও পুলিশের পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মায়ানমার থেকে আমদানি করা বিপুল পরিমাণ এই মাদক সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর নিকট হস্তান্তরের জন্য মোঃ ইয়াসিন নামক এক ব্যক্তির মাধ্যমে আনা হয়েছিল। আরও জানা যায়, মানব পাচারকারী চক্র সমুদ্রপথে আগত রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করে মায়ানমার হতে বাংলাদেশে এই ইয়াবার চালান প্রবেশ করায়। *আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ* ক। মোঃ ইসমাইল (৩২), পিতা-মৃত শেখ আহম্মদ, মাতা: সালেহা বেগম, ঠিকানাঃ গ্রাম-দরগারছড়া (০১ নং ওয়ার্ড), পোঃ-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। *পলাতক আসামির নাম ও ঠিকানাঃ* ক। মোঃ ইয়াসিন, পিতা: ইসলাম মিয়া, ঠিকানাঃ গ্রাম-নেয়াখালীপাড়া, পোঃ-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। খ। মোঃ তাহের, পিতা-শেখ আহম্মদ, ঠিকানাঃ গ্রাম-দরগারছড়া (০১ নং ওয়ার্ড), পোঃ-টেকনাফ, থানা- টেকনাফ, জেলাঃ-কক্সবাজার। *জব্দকৃত আলামতঃ* ক। ইয়াবা ট্যাবলেট-১,২০,০০০ পিস। ৪। এই সফল মাদকবিরোধী বিশেষ অভিযানটি সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবি’র কঠোর ও জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। SHARES সারা বাংলা বিষয়: