কুলাউড়ায় চা-শ্রমিকের মরদেহ উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫ মারুফ আহমদ হৃদয় ।। কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের উত্তরপূর্ব সীমানায়, কাপনাপাহাড় চা বাগানের পশ্চিম সীমানার বাবু নালায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে জনপ্রতিনিধি এবং পুলিশকে খবর দেন বাগানের লোকজন। খবর পেয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি ক্লিভডন চা-বাগানের সিনিয়র দফা সর্দার রামবচন গোয়ালার (৪০) বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য এবং স্থানীয় ওয়ার্ড সদস্য শংকর উরাং। বাগানের লোকজন বলেন, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লিভডন চা-বাগানের গোলাপ সতনামী (৩২) রামবচনকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকেই রামবচন নিখোঁজ ছিলেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবু নালায় একটি মরদেহ দেখতে পেয়ে চা শ্রমিকরা জনপ্রতিনিধি এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল), ওসি কুলাউড়া ও জুড়ী থানাসহ গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে প্রেরণ করা হয়েছে বলে জানান জুড়ী থানার ওসি মো: মুরশেদুল আলম ভুঁইয়া। SHARES সারা বাংলা বিষয়: