ভাঙ্গায় একদিনে একাধিক দুর্ঘটনা ও সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২০

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫
মোঃ রিপন শেখ ।।
রোববার (২৮ সেপ্টেম্বর) ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ফরিদপুরের ভাংগা উপজেলা আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামে আবুল বাশার মুন্সীর পুত্র এক শিশু বিকেলে পানিতে ডুবে মারা গেছে। জানা যায়, দুই বছর আগে শিশুটির বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার শোকাহত।
অপরদিকে উপজেলা চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে ১৪ বছর বয়সী জুবায়ের লাইট জ্বালানোর জন্য সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
অপরদিকে আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে একটি ভ্যান চুরি নিয়ে সালিশ চলাকালায় মাতুব্বর ও খান গোষ্ঠীর লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সংঘর্ষে ঢাল, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়। দেড় ঘণ্টা চলা সংঘর্ষে জাকু মাতুব্বর (৫৫) নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে সড়ক দুর্ঘটনায় রাত ৮টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি অবৈধ নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তন্ময় কুমার (২৮) নিহত হন। মোটরসাইকেলে থাকা তার বন্ধু নৃপেন (২৬) গুরুতর আহত হন এবং ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনা ও সংঘর্ষে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছেন।