ভোগডাবুরী গহিমিয়া জামে মসজিদের ঈমামকে সম্মাননা সংবর্ধনা প্রদান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫
আবু ছাইদ ।। নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের গহিমিয়া নামাজী পাড়া জামে মসজিদের ঈমাম মৌলভী মোহাম্মদ আব্দুল জলিলকে দীর্ঘ ৫০ বছর ধরে একই মসজিদে ঈমামতির দ্বায়িত্ব পালন করায় মসজিদ কমিটি এবং জামাতবাসীর পক্ষ থেকে তাকে সম্মাননা সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুরে গহিমিয়া মসজিদে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
গহিমিয়া জামে মসজিদ কমিটির সভাপতি এমদাদ হোসেন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিয়াজীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শফিউদ্দিন আহমেদ হাফিজিয়া মাদ্রাসার মুহতারিম হাফেজ মমিনুল ইসলাম এবং তাহেরিয়া বদরুল আলম সুন্নিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ফরিদুল ইসলাম।
উল্লেখ্য যে, ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি ভোগডাবুরী গহিমিয়া নামাজী পাড়া জামে মসজিদটি ১৯২৪ সালে স্থাপিত হয়। তবে ১৯৭৫ সাল থেকে শুরু করে ২০২৫ইং সাল পর্যন্ত সেই মসজিদে অদ্যবধি নিষ্ঠা সততা এবং দ্বায়িত্বশীলতার মধ্যে দিয়ে তিনি তার উপর অর্পিত দ্বায়িত্ব পালন করে আসছেন।
তাই মসজিদ কমিটি এবং জামাতবাসীর আয়োজনে তার দীর্ঘ ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই সংবর্ধনা প্রদান করেন। পাশাপাশি মসজিদ কমিটি এবং জামাতবাসীর পক্ষ থেকে ইমাম মৌলভী মোহাম্মদ আব্দুল জলিলকে যতদিন পর্যন্ত তার ইচ্ছে রয়েছে ততদিন পর্যন্ত তিনি এই মসজিদের ঈমামতি করতে পারবেন বলে সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ কমিটির সকল সদস্য এবং জামাতবাসীরা তাদের মতামত পোষণ করেছেন।
পরিশেষে মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি এমদাদ হোসেন মানিক।