সুন্দরগঞ্জে ফ্ল্যাগস্ট্যান্ডে জুতা উত্তোলনের ঘটনায় কলেজ ছাত্র আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫
মোঃ নুরুন্নবী মিয়া ।।
সুন্দরগঞ্জে ফ্ল্যাগস্ট্যান্ডে জুতা উত্তোলনের ঘটনায় কলেজ ছাত্র আটক।
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনায় মিরাজ নামে এক যুবক আটক।
শনিবার (১১ অক্টোবর) বিকালে ভিডিও বিশ্লেষণ করে সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই যুবককে শনাক্ত করে আটক করে।
আটককৃত যুবকের নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সম্প্রতি গত শুক্রবার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়ন পরিষদের ফ্ল্যাগস্ট্যান্ডের রশিতে জুতা বেঁধে উপরে তোলার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওটিতে দেখা যায়, ওই যুবক মোবাইলে জাতীয় সংগীত পরিবেশ করে জাতীয় পতাকার জায়গাতে জুতা বেঁধে তা উত্তোলন করছেন। এবং পাশেই দাঁড়িয়ে দেখছেন তিন-চারজন যুবক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনাটি নিয়ে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে- এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ভিডিও দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছি। কেন এবং কী উদ্দেশ্যে তিনি এমন কাজ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।