বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫
মিয়াদ হাসান ।।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) ঘোষিত বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। “পর্যটন এবং টেকসই রূপান্তর” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলেজ মিলনায়তনে, যা আয়োজন করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও ট্যুরিজম ক্লাব, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য কাজী মোঃ মাহবুবুর রহমান, এস. এম. হাবিবুর রহমান, চেয়ারম্যান, কক্স হলিডে ইন, অধ্যাপক ড. এইচ. এম. অলিউল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং অধ্যাপক মোঃ লিয়াকত আলী, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, সভাপতি, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ গভর্নিং বডি।
সঞ্চালনা করেন ড. মোঃ সৈয়দুজ্জামান, চেয়ারম্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ।
আলোচনা সভায় বক্তারা পর্যটন শিল্পের বহুমাত্রিক গুরুত্ব, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর ভূমিকা এবং টেকসই পর্যটনের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হলে আমাদেরকে পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্ম যদি দায়িত্বশীল পর্যটনের চর্চা করে, তাহলে এই খাত দেশের অন্যতম অর্থনৈতিক ভিত্তি হয়ে উঠবে।”
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন,
“পর্যটন শুধু ভ্রমণের মাধ্যম নয়, এটি জাতীয় পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্য প্রচারের অন্যতম উপায়। শিক্ষার্থীদের উচিত এই খাতের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করে পর্যটন ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করা।”
বক্তারা আরও উল্লেখ করেন যে, পর্যটনের টেকসই রূপান্তরের জন্য প্রয়োজন সরকারি-বেসরকারি সহযোগিতা, পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটকের মাধ্যমে বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্য ফুটিয়ে তোলেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সবাই বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং পর্যটন শিল্পের প্রতি তাদের আগ্রহকে আরও গভীর করে তোলে।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোঃ সৈয়দুজ্জামান বলেন,
“এই দিবসটি শুধুমাত্র উদযাপন নয়, এটি আমাদের জন্য একটি দিকনির্দেশনা — কীভাবে পর্যটনকে টেকসই ও দায়িত্বশীলভাবে উন্নয়ন করা যায়। শিক্ষার্থীরা যেন পর্যটনের বাস্তব চিত্র ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
“পর্যটন এবং টেকসই রূপান্তর” শীর্ষক এ অনুষ্ঠানটি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এক জ্ঞানবর্ধক ও অনুপ্রেরণামূলক আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
এই আয়োজনে সবাই আশা প্রকাশ করেন, বাংলাদেশ পর্যটন খাতের উন্নয়নে শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।