ওসমানীনগরে সুপারি চুরির অভিযোগে শিশুকে নির্যাতন ভিডিও ভাইরাল আটক ২

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫
শরীফ আহমদ চৌধুরী ।।
 সিলেটের ওসমানীনগর উপজেলার  উমরপুর ইউনিয়নের  সৈয়দ মান্দারকা গ্রামে শিশু সাদিকুর রহমান (১০)–কে সুপারি চুরির অভিযোগে মাথান্যাড়া করা  সহ রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর (শনিবার) সন্ধ্যার দিকে সৈয়দ মান্দারকা গ্রামের আব্দুল কাইয়ুম (৩৮), পিতা—আব্দুস সোবান, তার বাড়ির সুপারি গাছ থেকে সুপারি চুরি করতে দেখে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে  শিশু মোঃ সাজিদুর রহমানকে আটক করে। একপর্যায়ে তাকে হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর করা হয় এবং মাথার কিছু অংশের চুল কেটে ফেলা হয়।
পরে এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয় এবং সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ঘটনাটি ওসমানীনগর থানা পুলিশের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করে।
আজ ১৫ অক্টোবর ( বুধবার) বেলা ১১টার দিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন  আব্দুর রহমান (২৭), পিতা—মৃত আসাদ আলী, সাং—নিয়ামতপুর পশ্চিমপাড়া, থানা—বিশ্বনাথ, সিলেট। নাঈম আহমদ (২২), পিতা—গেদাব আলী, সাং—সৈয়দ মান্দারকা, থানা—ওসমানীনগর, সিলেট।
আটকদের থানায় হেফাজতে রাখা হয়েছে এবং শিশু নির্যাতনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও সাধারণ মানুষ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, “শিশুর প্রতি যে নির্মম আচরণ করা হয়েছে তা অমানবিক ও নিন্দনীয়। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।