‘বীর নিবাস’ প্রকল্পের ঘরের স্থান নিয়ে অভিযোগ কেন্দুয়ায়

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
কোহিনূর আলম।।
নেত্রকোণার কেন্দুয়ায় ‘বীর নিবাস’ প্রকল্পের ঘর নির্মাণে স্থান পরিবর্তনের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বীর নিবাসপ্রাপ্ত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের একমাত্র ছেলে শফিউল ইসলাম ।
লিখিত অভিযোগ মারফর জানা যায় , সরকারের মুক্তিযোদ্ধা পুনর্বাসন কর্মসূচির আওতায় ‘বীর নিবাস’ প্রকল্পের অধীনে তার পিতার নামে পিত্রালয়ে একটি ঘর অনুমোদন হয় । কিন্তু তার ভগ্নিপতি রেজাউল করিম ওরফে রেজু বিগত সরকারের দলীয় প্রভাব খাটিয়ে অনুমোদিত স্থান পরিবর্তন করে ঘরটি ৯নং নওপাড়া ইউনিয়নের কাউরাট (পাছপাড়া) গ্রামে নির্মাণ করেন । এতে একজন মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে ঘর থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি ।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানা গেছে, ২০২১-‘২২ অর্থবছরে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২৭ জনের নামে আবাসন নির্মাণের অনুমোদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় । ঐ তালিকায় মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের স্ত্রী রওশনারা আক্তারের বর্তমান ঠিকানা কাউরাট শিমুলাটিয়া গ্রামে ঘর নির্মাণের তালিকাভুক্ত হয় ।
শফিউল ইসলাম আরো অভিযোগ করেন , তাঁর বাবা মারা যাওয়ার পরপরই মা ও বোনকে ভুল বুঝিয়ে বাবার নামে ঘরটি আমাদের জায়গা সম্পদ থাকা সত্ত্বেও নানার বাড়িতে নির্মাণ করা হয়েছে । আমার ভগ্নীপতি মুলত ঘরটি ব্যবহার করছেন । এখানে আমাকে ঠকানো হচ্ছে । এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেন তিনি ।
প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী রওশনারা আক্তার বলেন, “আমার স্বামী অনেক আগেই মারা গেছেন। বড় ছেলে ঢাকায় চলে গেছে । আমি ছোট দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে আসি এবং সেখানেই থাকি । ঘর যখন আমাদের নামে এসেছে, তখন আমি যেখানে আছি, সেখানেই ঘর দিতে বলেছি ।” তিনি আরও জানান, “ছেলে এখন ঢাকায় থাকে, আমার খোঁজখবর নেয় না। মেয়ের জামাই-ই আমাকে সবকিছুতে সাহায্য করে ।”
ভগ্নিপতি রেজাউল করিম বলেন, “আমি বিয়ের পর থেকেই শাশুড়িকে দেখভাল করে আসছি । আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয় ।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার মুঠোফোনে জানান , অভিযোগ পেয়েছি । সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসকে তদন্ত দায়িত্ব দেয়া হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।