কয়রায় সুপেয় পানির আধার ট্যাংকি বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫

 অরবিন্দ কুমার মণ্ডল ।।

জলবায়ু পরিবর্তন ও সুপেয় পানির সংকট মোকাবিলায় উপকূলীয় জনপদ খুলনার কয়রায়  বৃষ্টির পানি সংরক্ষণের জন্য  অসহায় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে পানির আধার ট্যাংকি বিতরণ করা হয়েছে।

২০ অক্টোবর, সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে কয়রা ও মহারাজপুর ইউনিয়নের  ১০ টি অসহায় পরিবারের মাঝে ৩ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি প্রদান করা করা হয়।

এসময় অসহায় পরিবার গুলোর মাঝে পানির ট্যাংকি বিতরণকালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কোডেকের প্রাইভেট সেক্টর এনহাসমেন্ট অফিসার রাসেল আহমেদ, ফিল্ড অফিসার ফারুখ হোসেন, প্রমুখ।

প্রকল্পের উপকারভোগী বৃদ্ধা  রফিকুন্নেছা বলেন, ট্যাংকি পেয়ে আমার খুব উপকার  হয়েছে। আগে পানির জন্য অনেক কষ্ট হতো। দূর থেকে পানি এনে রান্না খাওয়ার কাজে ব্যবহার করতে হতো।  এখন অন্তত বৃষ্টির পানি সংরক্ষণ করে খেতে পারব।

প্রধান অতিথীর বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল বাকী বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি এবং অন্যান্য উৎস থেকে পাওয়া পানি সংরক্ষণের জন্য এই ধরনের ট্যাংকিগুলো স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে ট্যাংকি পাওয়া পরিবারগুলো সারা বছর ধরে নিরাপদ পানি সংরক্ষণ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।