ইসকন মন্দির এলাকায় বগুড়ায় কুপিয়েএক যুবক যুবক খুন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

মোঃ আবু সাঈদ।।।

বগুড়া শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
গত সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে এই লোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটে। নিহত খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।
ঘটনার বিবরণ
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ৮টার দিকে হাবিবুর রহমান খোকন মালতিনগর এলাকার ইসকন মন্দিরের সামনে পৌঁছান। এ সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
এলাকায় উত্তেজনা ও পুলিশের তদন্ত
এই হত্যাকাণ্ডের পর ইসকন মন্দির সংলগ্ন এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি মোটরসাইকেল উদ্ধার করেছে। একটি হিরো হাংক (বগুড়া-ল ১২৭০১২) এবং অন্যটি বাজাজ পালসার এনএস (ঢাকা মেট্রো-ল ৪৩৭৪৫৭)। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল দু’টি হামলায় জড়িত দুর্বৃত্তদের।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ বা শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে।