উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নজীর হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

মোঃ রেজাউল ইসলাম ।।

উলিপুর  উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার  ২৮ অক্টোবর  সকাল  ১০ টায় মন্ডল হাট উ্চ্চ বিদ্যালয়মাঠে উলিপুর উপজেলা  পুলিশের এস আই বাবুল হোসেন  নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মরহুমের মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে সশস্ত্র সালাম ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে  উলিপুর উপজেলা নির্বাহী অফিসার  জনাব নয়ন কুমার সাহা,  উলিপুর  থানার  এস আই বাবুল হোসেন   ও  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার   মোঃ আব্সদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা  আফতাব উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা  মোঃ ইসহাক আলী বীর মুক্তিযোদ্ধা  মোঃ আজাহার আলী

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এবং শতাধিক শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে জানাজা নামাজ আদায় করা হয়। দুপুর ১০.৪০টায় তাকে বটতলী মাদ্রাসা  কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নজির  হোসেন এর  বাড়ি বুড়াবুড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামেশ্বরশর্মা গ্রামের  মৃত আছর উদ্দিন এর একমাএ পুত্র ছিলেন। তিনি সহজ-সরল ও মিশুক স্বভাবের একজন সাদামনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বার্ধক্যজনিত কারণে সোমবার ২৬ অক্টোবর  রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১ ঘটিকার সময় তিনি ইন্তেকাল করেন।  তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।