মাধবপুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে থানায় এজাহার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫
মোঃশামীম মিয়া 
হবিগন্জের  মাধবপুর উপজেলায়   বিভিন্ন  এলাকায় কৃষি ও খাস জমি থেকে অবৈধভাবে  ড্রেজার মেশিন দ্বারা মাটি -বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায়  এক এজাহার দায়ের করা হয়। গতকাল ২৮ শে অক্টোবর মঙ্গলবার  মাধবপুরে  উপজেলা সহকারী কমিশনার  ভূমি জনাব,মুজিবুল  ইসলামের নির্দেশে , কালিকাপুর ভূমি অফিসের  সহকারি ভূমি কর্মকর্তা  জনাব, লোকমান হোসেন  বাদী হয়ে, কালিকাপুর ভূমি অফিসের অন্তর্গত কয়েকটি মৌজার   ও মনতলা ভূমি কর্মকর্তা ড্রেজারের মালিকদের বিরুদ্ধ মাধবপুর থানায়  এক এজহার দায়ের করেন, এজাহারে উল্লেখ্য  যে   কররা মৌজার এসএম ট্রেক্সটাইল লি:মি এর পশ্চিম পাশের পকেটের মালিক ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়ার   গ্রামের মাম্মদ আলীর ছেলে শাহেদ মিয়া (৩৩)গং ৫/৬ জন কে আসামী করা হয়, অন্য এজাহারে
বাঘাসুরা ইউনিয়নের হরিতলা মৌজার    শিবপুর পকেটের মালিক  ১মোঃফয়সল মিয়া (৩৭)
পিতা.রমজান আলী
২.মোঃ জসিম মিয়া (২৭)
পিতা: মৃত তাউস মিয়া
সাং কালিনগর
৩.মোঃ আমিনুল ইসলাম (৩৮)
পিতা ঃমনফর আলী
সাং. বরতল
মাধবপুর, হবিগন্জ তাতেরাে আসামি করে আরেকটি এজাহার দায়ের করেন,
অপর জন বি-বাড়িয়া জেলার নাসির নগর উপজেলা ধরমন্ডল ইউনিয়নের  বাংলাদেশ  আওয়ামী ওলামা লীগের সভাপতি   আব্দুল কাদির উরপে মেহের আলী(৪৫) পিতা:মো.আছিব আলীর ছেলে, দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলার  বাঘাসুরা মৌজার ১নং খতিয়ানের খাস জমি থেকে  মাটি তুলে  জমির শ্রেণী পরিবর্ত করে  অবৈধভাবে  মাটি কেটে বিক্র করে  যাচ্ছে  , যার কারনে সরকারি জমি কৃষি থেকে পুকুরে রুপান্তরিত হচ্ছে  এবং তারা  উভয়েই  রাজনৈতিক প্রভাব কাটিয়ে  দীর্ঘ দিন ধরে , বাংলাদেশ  বালি -মাটি ভূমি ব্যবস্থানপনা  আইন ২০১০ ৪এর (খ)ও ৭(ক) ধারা  লংঘনের দায়ে ১৫(ক) ধারা অপরাধের কারনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থান গ্রহন করা হয়েছে।   সহকারি কমিশনার  ভূমি মুজিবুল ইসলাম জানান, আমাদের এই ধরনের অভিযান ও নিয়মিত  মামলা দায়ের বিষয়গুলো সব সময় অব্যাহত থাকবে, প্রয়োজনে  ড্রেজার মেশিনের মালামাল  জব্দ করা সহ সকল প্রকার  অভিযান চলবে।