গুরুদাসপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
 এস এম পারভেজ তালুকদার। 
” সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পতাকা উত্তোলন,র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার ( ১লা নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে পরিষদ চত্বর হতে র‍্যালি বের হয়। র‍্যালি শেষে পরিষদ মিলনায়তনে সমবায় কর্মকর্তা সুরুজিত চ্যাটাজির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,প্রধান অতিথি ইউএনও ফাহমিদা আফরোজ। অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন, ইউসিসিএ লিমিটেড এর সভাপতি আব্দুর রশিদ প্রধান, চলনালী চরকাদহ কান্দিপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আব্দুস সালাম প্রমুখ। বক্তরা বলেন,উপজেলা সমবায় বিভাগের অন্তর্ভুক্ত ১১৭ টি সমবায় সমিতি  পিছিয়ে পড়া সমাজের অস্বচ্ছল মানুষের আর্থিক উন্নয়ন কাজ করে যাচ্ছে। সবাইকে সমবায়ে অন্তর্ভুক্ত হতে আহবান জানান তারা। এসময় উপজেলা সমবায় বিভাগের সহকারি পরিদর্শক সুমন রেজাসহ সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#