কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫ কোহিনূর আলম।। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম । এছাড়াও বক্তব্য রাখেন, ফ্রিল্যান্সিং মহিলা সমিতির সভাপতি রুমা আক্তার, রঙিন বাড়ি আইটি সলিউশনের চেয়ারম্যান, উদ্যোক্তা সাইমন জাহান খান, ফুটন্ত কলির সভাপতি মো. শাহজাহান শেখ, মো. নজরুল ইসলাম প্রমুখ । প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমবায় সমিতির মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে সবার তথা তরুণদের অংশগ্রহণ খুবই জরুরি বলে উল্লেখ করেন । এ সময় উপস্থিত ছিলেন, উদ্যোক্তা, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ । SHARES সারা বাংলা বিষয়: