ভাঙ্গায় বসত ঘর তুলতে বাধা প্রতিপক্ষের: মামলায় হয়রানির অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে বসতঘর নির্মাণে বাধা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন ওই গ্রামের ভুক্তভোগী নিপেন মালো ও লিটন মালো। স্থানীয় সূত্রে জানা যায়, আজিমনগর গ্রামের ১১৮ নং মৌজার বিএস খতিয়ান নং ৪১২ ও দাগ নং ৭৩৭-এর ২২ শতাংশ জমিতে লিটন মালো তার বসতঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ শ্যাম মালো ও তার ছেলে সঞ্জয় মালো বাধা প্রদান করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে এবং বসতবাড়ি নির্মাণে বাধা দিচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। SHARES সারা বাংলা বিষয়: