সাতক্ষীরার নলতায় পারিবারিক চাপে গর্ভের সন্তান হত্যা করলো এক নারী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

রিয়াজ আহমেদ।।

 

সাতক্ষীরার নলতায় স্বামীর অনুমতি ছাড়া নিজ গর্ভের সন্তান হত্যার অভিযোগ উঠেছে এক  নারীর বিরুদ্ধে ।  ওই নারীর স্বামী ফারদিন হোসেন জানায় বেশ কিছুদিন আগে প্রেমজ সম্পর্কের জের ধরে নলতার মাগুরালি গ্রামের অজিহার রহমানের মেয়ে আফসানা মিমির সাথে আলিপুর গ্রামের আমজাদ হোসেনের পুত্র ফারদিনের সাথে বিবাহ হয়।  প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন ভালো চললেও এক পর্যায়ে তাদের মধ্যে দাম্পত্য কলহের সূত্র ধরে স্ত্রী আফসানা মিমি তার বাবার বাড়িতে অবস্হান করে। পরে
তার ফারদিনের সাথে তাদের গোপনে দেখাশোনা কথাবার্তা চললেও পারিবারিক চাপে ফারদিনকে ডিভোর্স লেটার পাঠায় তার স্ত্রী।  কিন্তু ফারদিন ডিভোর্স পত্রে কোন স্বাক্ষর না করে ডিভোর্সকে অস্বীকৃতি জানায়।  কিন্তু গোপনে তাদের মধ্যে সম্পর্ক চললেও স্ত্রী আফসানা মিমির পরিবার তাকে অনেক চাপ প্রয়োগ করে ফলশ্রুতিতে ফারদিন হোসেন প্রচন্ড  মানষিক চাপে মিনি স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়।  এক পর্যায়ে ফারদিন হোসেনের স্বাস্হ্যের কিছুটা উন্নতি হওয়ার পর স্ত্রীর সাথে যোগাযোগ করলে জানতে পারে পারিবারিক চাপে তার স্ত্রী গর্ভের সন্তানকে নষ্ট করেছে।  এতে ফারদিন প্রচন্ড মানষিকভাবে ভেঙে পড়ে । শেষ খবর পাওয়া পর্যন্ত ফারদিনের পরিবার জানায় তার ফারদিন মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ক্লিনিকে ভর্তি আছে।