ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত শিশু মুত্তাকিনের পাশে দাঁড়ালেন ইউএনও হোসনেআরা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
তারেক মাহমুদ জয় ।।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত শিশু মুত্তাকিন হোসেনের (৪) পাশে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনেআরা।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বামনআইল গ্রামে। আহত মুত্তাকিন ঐ গ্রামের সাজ্জাদ হোসেনের পুত্র।
স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরে বাড়ির সামনের রাস্তায় খেলা করার সময় একটি মোটরসাইকেল শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, শিশুটির ডান পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
শিশুটির পিতা একজন দরিদ্র ঢালাই মিস্ত্রি। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঝিনাইদহের স্থানীয় গণমাধ্যম ‘ভয়েস অব জয়’ নামক ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশের পর সেটি ভাইরাল হয়ে যায়।
বিষয়টি নজরে আসতেই মঙ্গলবার রাতে সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা তাঁর অফিসের নাজির মাসুদ রানা’র মাধ্যমে শিশুটির পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং শারীরিক খোঁজখবর নেন।
তিনি শিশুটির পরিবারের প্রতি আইনি সহায়তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আহত শিশুটির পরিবার ইউএনও হোসনেআরার মানবিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আহত শিশুর পিতা সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, “আমার ছেলেকে যে মোটরসাইকেলচালক ধাক্কা দিয়েছে, তিনি কুশাবাড়িয়া বাজারের আলমগীর ট্রেডার্সের মালিক কবির হোসেন। তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারছে না।”
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”