ঝিনাইদহে বিতর্কিত ইউএনও পদায়নে ছাত্র সংগঠনগুলোর মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫ তারেক মাহমুদ জয়।। ঝিনাইদহে এক দুর্নীতিগ্রস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলন-এর নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সাবেক আহ্বায়ক আবু হুরাইরা, সদস্য সচিব সাইদুর রহমান, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি এম. আব্দুর রহমান, কেসি কলেজ শিবিরের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, “ছাত্র-জনতার স্বার্থবিরোধী ভূমিকা, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংকে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বদলি করা হয়েছে—এটি অনভিপ্রেত।” তারা আরও বলেন, “স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কোনো কর্মকর্তাকে ঝিনাইদহে যোগদান করতে দেওয়া হবে না।” মানববন্ধন থেকে বক্তারা সরকারি দপ্তরগুলোর অনিয়ম ও দুর্নীতি বন্ধেরও জোর দাবি জানান। SHARES সারা বাংলা বিষয়: