দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বি এন পি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫ সৌভিক পোদ্দার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহের কালীগঞ্জে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১২ জুন এই দুই নেতাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এদিকে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। তারা বলেছেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে কালীগঞ্জ উপজেলা বিএনপি আরও গতিশীল হবে। ডা. নুরুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। ডা. নুরুল ইসলাম দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। কালীগঞ্জ উপজেলার সুসংগঠিত তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করব।’ SHARES সারা বাংলা বিষয়: