খানসামায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫ প্রেরকঃ মো. আজিজার রহমান দিনাজপুরের খানসামা উপজেলায় “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার চত্বরে প্রদর্শনী উদ্বোধন হয়। অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন আব্দুল্লাহ আল কাফির অনুষ্ঠান সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জমান সরকারের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. জ্যোৎস্না আরা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসিব আহম্মেদ খান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজনীন নাহার প্রমুখ। তারা খামারিদের উন্নত প্রজাতির গবাদিপশু ও পাখি পালন, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারিরা অংশগ্রহণ করেন। মোট ৩০টি স্টল সাজানো হয়। খামারিরা গরু, মহিষ, ছাগল, ভেড়া, কবুতর, খরগোশ, মুরগীসহ বিভিন্ন প্রাণী ও পাখি নিয়ে অংশ নেন। তারা প্রদর্শনীর মাধ্যমে তাদের পালন করা প্রাণিসম্পদ, প্রজননশীল জাত এবং আধুনিক খামার প্রযুক্তি উপস্থাপন করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ বলেন, এই জাতীয় প্রদর্শনীর মাধ্যমে খামারিরা আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাতের প্রাণিসম্পদ উন্নয়নের বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছেন। এটি তাদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী ও সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে তাদের উৎসাহ বৃদ্ধি পায় এবং খামারি পেশায় নতুন উদ্যমের সঞ্চার হবে বলে মনে করেন খামারিরা। SHARES সারা বাংলা বিষয়: