চাটখিল ও সোনাইমুড়ীতে জাতীয় প্রাণী সপ্তাহের উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
মোঃ হানিফ
চাটখিল উপজেলা প্রতিনিধি নোয়াখালী

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদ হতে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণী সপ্তাহ-২০২৫ উপলক্ষে আজ বুধবার সকালে চাটখিল ও সোনাইমুড়ীতে সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচীর মধ্যে রয়েছে গবাদিপশু ও হাস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে গবাদিপশু ও হাস-মুরগির কৃমিনাশক বিতরণ ও ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প, কৃত্রিম প্রজণন সেবা, স্কুল মিল্ক ফিডিং কর্মসূচী ও আলোচনা সভা, প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুন/নারী উদ্যোক্ত ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হবে।

চাটখিল উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারী হাসপাতাল এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে জেএসডি কেন্দ্রীয় নেতা চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র  সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র ও পৌর আহবায়ক মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাছান, সমাজসেবা অফিসার আলী হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুরূপভাবে সোনাইমুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধন কর্মসূচী ঘোষনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শুভ সূত্রধর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।