জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ ভাংগায় উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫ মোঃ রিপন শেখ ফরিদপুরের ভাংগায় উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) ভাংগা সরকারি কে.এম. কলেজ মাঠে আলোচনা সভা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ভাংগা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. শামীম আহম্মেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টেশন ইনচার্জ, বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র, ভাংগা, ফরিদপুর;মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, ভাংগা সার্কেল; এবং মোঃ সাদরুল আলম, সহকারী কমিশনার (ভূমি), ভাংগা, ফরিদপুর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়ন, নিরাপদ দুধ–মাংস–ডিম উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যেই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করা হয়। তারা আরও উল্লেখ করেন, ভাংগায় দেশি জাতের গবাদিপশু, উন্নত লেয়ার–ব্রয়লার খামার, হাঁস-মুরগি ও ছাগল পালনে ব্যাপক সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন খামারি ও উদ্যোক্তারা তাদের পণ্য ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করেন। এলডিডিপি (প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প) এর সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনী দেখতে সকালে থেকেই মানুষজনের ভিড় লক্ষ্য করা যায়। আয়োজনে সহায়তা দেয় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল,। SHARES সারা বাংলা বিষয়: