বগুড়ার আদমদীঘিতে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫
অভিলাষ কুমার বর্মণ

অভিলাশ কুমার বর্মন স্টাফ রিপোটার (রাজশাহী) : দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার এক বছরপুর্তি উপলক্ষে আদমদীঘি উপজেলা প্রতিনিধির আয়োজনে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি আবু মুত্তালিব মতির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান। আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম মোস্তফা , বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, মিজানুর রহমান, অভিলাশ কুমার বর্মন প্রমুখ। সভায় বক্তারা দৈনিক রূপালী বাংলাদশ পত্রিকার সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতার ভূয়সী প্রসংশা করে আগামীতে তারা এ ধরনের ধারা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।