সাবেক শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে ভাঙ্গা মহাসড়কে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫ মোঃ রিপন শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকেই ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। সম্ভাব্য কোনো উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন ইউনিট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই মহাসড়কের বেশ কয়েকটি স্থানে তল্লাশি জোরদার করা হয়। যদিও যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং জনগণের নিরাপত্তাই বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার। অযথা গুজব কিংবা ভয় ছড়ানো থেকে বিরত থাকার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “সকাল থেকে বরিশাল–ফরিদপুর ভাঙ্গা মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছি।” তিনি আরও জানান, মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ভাঙ্গা উপজেলা এলাকাজুড়ে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। SHARES সারা বাংলা বিষয়: