কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪ কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মানুষের দৈনন্দিন জীবনে নিরাপদ খাদ্য প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা বা ওয়ার্কসপ অন অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২৮ এপ্রিল) লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ ওয়ার্কসপ অন অনুষ্ঠিত হয় । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ এ এইচ এম খায়রুজ্জামানের সঞ্চালনায় নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিষয়ে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ এ এস এম শরিফুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শহিদুল আলম প্রমুখ । বক্তরা বলেন, আমাদের শরীরকে ঠিক রাখতে হলে নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে । পরিমাণ মতো পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে । বিশেষ করে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সবার সচেতনতা আবশ্যক উল্লেখ করে আরো বলেন, এ বছর আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিলো ‘সুস্বাস্থ্য নিশ্চিত করনে কাজ করি এক সাথে ।’ তাই প্রত্যেকেই তার নিজ অবস্থানে থেকে সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি অন্যদেরকেও উৎসাহিত করতে হবে । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান সুমী, শিক্ষক, সাংবাদিক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ । উল্লেখ্য উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার প্রচেষ্টায় এ ওয়ার্কসপ অন বাস্তবায়ন করা হয় । SHARES সারা বাংলা বিষয়: