কেন্দুয়ায় জালাল মেলায় সার্বজনীন পেনশন স্কিম দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪ কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক জালাল উদ্দীন খাঁ স্মরণে তিন দিনব্যাপী জালাল মেলায় বিভিন্ন স্টলের মধ্যে অন্যতম আয়োজন ছিলো সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক । প্রশাসনের আয়োজনে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল অনুষ্ঠিত জালাল মেলায় সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্কে প্রথম দিনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাফিকুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের উপস্থিতিতে প্রথম দিন থেকেই উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সার্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করেছেন বলে জানা যায় । এ বিষয়ে রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমদাদুল হক তালুকদারের সাথে কথা হলে তিনি জানান , একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক জালাল উদ্দীন খাঁ স্মরণে তিনদিনের জালাল মেলায় আগত দর্শকের জন্য মেলা প্রাঙ্গণে সার্বজনীন পেনশন স্কিমের একটি হেল্প ডেস্ক খোলা হয় । সার্বজনীন পেনশন স্কিমের আওতায় ইতোমধ্যে ১৫ জন রেজিস্ট্রেশন করেছেন । আরো অনেকেই রেজিস্ট্রেশনে আগ্রহ প্রকাশ করেছেন । তিনি আরে বলেন, তিনদিন ব্যাপী জালাল মেলায় আগত সকল শ্রণি পেশার মানুষের মাঝে পেনশন স্কিমের লিফলেট বিতরণ করা হয় । আশা করছি পর্যায়ক্রমে এর সুফল ভোগে এ সংখ্যা বহুগুণ ছাড়িয়ে যাবে । SHARES সারা বাংলা বিষয়: