পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৪ কোহিনূর আলম নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনগণকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । রবিবার (১৬ জুন) বিকালে নিজ বাস ভবন কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার কেন্দুয়াবাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঈদ পরবর্তী কুরবানী পশুর বর্জ্য যত্রতত্র ফেলে রেখে পরিবেশ দূষণ না করার আহ্বান জানান । তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ইতোমধ্যে মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি । তাছাড়া লবণের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছি, সঠিক সংরক্ষণের মাধ্যমে চামড়ার ন্যায্য মূল্য যাতে সাবাই পায় সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখা হয়েছে । অন্যদিকে ঈদের পরের সাত দিন চামড়া বহনকারী কোন গাড়ি যেনো ঢাকা বা অন্য কোথাও না যায় সেই নিয়ম ও নির্দেশনা প্রদান করেন তিনি । সর্বোপরি সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও উপজেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি ও প্রচেষ্টার কথা ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন তিনি । SHARES ইসলাম বিষয়: