উরিপুরে ইফটিজিং এর দাযে যুবকে কারাদন্ড

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪

মোঃ রেজাউল ইসলাম।উলিপুরে দশম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে দুলাল (২৪) নামে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান এ দণ্ডাদেশ দেন। ঘটনাটি ঘটেছে, হাতিয়া ইউনিয়নের চৌমহনী বাজারে।জানা গেছে, মঙ্গলবার ওই শিক্ষার্থী কদমেরতল থেকে প্রাইভেট পড়ে সন্ধ্যার দিকে চৌমহনী বাজারে পৌছিলে বখাটে দুলাল প্রকাশ্যে ইভটিজিং করে

এসময় বাজারের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। এরপর উলিপুর থানার এস আই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। রাত সাড়ে ১০টায় চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি আইন ১৮৬০-এর ৫০৯ ধারায় দোষি সাবস্ত করে সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান এ দণ্ডাদেশ দেন।

বখাটে ওই যুবক হাতিয়া ভবেশ ফকিরপাড়া গ্রামের মনিরের পুত্র।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, দণ্ডাদেশ প্রাপ্ত যুবকে রাতেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে