কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মাঝে বসত ঘর ও বাইসাইকেল বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৪

ইউনুস আলী।গাজীপুরের কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, বাইসাইকেল, শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।সোমবার (২৯ জুলাই) দুপুরে কালিয়াকৈর উপজেলা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়,প্রধানমন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি আওতায় কালিয়াকৈর উপজেলার ২০২৩/২৪ অর্থবছরে ৩য় ও ৪র্থ কিস্তির মাধ্যমে বরাদ্দ ৫২ লক্ষ ৭৮ হাজার ৫শত টাকার বিভাজন তালিকায়,শিক্ষার্থীদের মাঝে ৩৩ টি বাইসাইকেল, গরীব অসহায়দের মাঝে ১২ টি বসত ঘর ও প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২শত ৫৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ,কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ,ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহিন, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।