বাঁশখালীতে সংঘরাজে”র স্মরণসভা ও নবভূষিত পূজনীয় উপসংঘরাজ ধর্মদর্শী মহাস্থবিরের সংবর্ধনা অনুষ্ঠানে এম পি মুজিবুর রহমান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৪

বাঁশখালী কাহারঘোনা মিনজিরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে সকাল বেলা সংঘদান , স্মৃতিচারণ সভা এবং বিকাল বেলা সংবর্ধনা ও সদ্ধর্মসভা অনুষ্ঠিত হয়।

সকাল বেলা উপসংঘরাজ ধর্মদর্শী মহাস্থবিরের সভাপতিত্তে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম। উদ্বোধনী বত্তব্য রাখেন মৈত্রীজিৎ মহাস্থবির। সদ্ধর্মদেশনা করেন বুদ্ধপ্রিয় মহাস্থবির, রতনপ্রিয় স্থবির,ঞ্জানোবৌধি ভিক্ষু। শুভেচ্ছা বত্তব্য রাখেন সাংবাদিক কল্যান বড়ুয়া। বিকাল বেলা দ্বিতীয় পর্বের সংবর্ধনা ও সদ্ধর্ম সভার সভাপতিত্ব করেন রত্নপ্রিয় মহাস্থবির।

প্রধান অথিতি ছিলেন মুজিবুর রহমান এম,পি। অনুষ্ঠানে আশীর্বাদ ছিলেন উপসংঘরাজ সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাস্থবির। সংবর্ধিত অতিথি ছিলেন প্রফেসর জিনবোধি মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভায় সাবেক মহাসচিব এস লোকজিৎ মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার। প্রধান অতিথি সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন সকল ধর্মের মর্মকথা মেনে চললে সমাজে কোন অশান্তি কিংবা অপ্রীতিকর ঘটনা হবে না।