অভয়নগরে ১৫ বছর ৭ মাস পর চালু বিএনপি কার্যালয়: চলছে মেরামত কাজ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৪

বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভয়নগর উপজেলার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়নের প্রতিটি কার্যালয় দীর্ঘ ১৫ বছর ৭ মাস বন্ধ থাকার পর সবগুলো অফিস খোলা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে জরাজীর্ণ হয়ে পড়েছে অফিস গুলো।সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিএনপি কার্যালয়ের টিন গুলো খুলে পড়ছে। ভিতরে এবং চারপাশে জন্মেছে আগাছা।

বাসা বেঁধেছে কালো ভিমরুল।সিদ্ধিপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল সেখ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। সাধারণ জনগণ মুক্তি পেয়েছে স্বৈরশাসন থেকে।সিদ্ধিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ফারাজী বলেন, যখনই সেখ হাসিনার পদত্যাগের ঘোষণা হয়েছে তখনই আমার নেতাকর্মীদের সাথে নিয়ে অফিসের মধ্যে বাসা বাধা কালো ভিমরুল পুড়িয়ে ১৫ বছর ৭ মাস ধরে জমে থাকা সমস্ত আগাছা পরিষ্কার করেছি এবং ২ দিন যাবৎ মেরামতের কাজ চলছে।

সিদ্ধিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়া বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দলের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে। তারা দলের ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। তাই আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে।সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ওমর আলী সেখ বলেন, দীর্ঘ ১৫ বছর ৭ মাস বন্ধ থাকার কারণে জরাজীর্ণ হয়ে পড়েছে অভয়নগর উপজেলার অধিকাংশ বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এর কার্যালয় ।২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভয়নগর উপজেলার অধিকাংশ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির অফিস বন্ধ করে দেই আওয়ামী লীগের নেতা কর্মীরা। এবং বিভিন্ন মামলা হামলার শিকার হতে হয় বিএনপির নেতা কর্মীদের। তিনি অভয়নগর উপজেলা সহ, সিদ্ধিপাশা ইউনিয়নের সকল নেতাকর্মীদের চোখ কান খোলা রেখে অনুপ্রবেশকারীদের হাত থেকে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান।