মৌলভীবাজারে বিজয় উল্লাসে জনতার বাঁধভাঙ্গা জোয়ার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৪

এস. এম আবু রায়হান। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবরে পতাকা হাতে জেলা শহরের রাজপথে নেমে আসে নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। বিজয়ের উল্লাসে নানা স্লোগানে মুখরিত করে তোলেন মৌলভীবাজারের রাজপথ। শহরের চৌমহনাতে অল্প সময়ের মধ্যে বৃষ্টি অপেক্ষা করে কয়েক হাজার মানুষ জড়ো হন। সেখানে প্রায় ঘন্টাখানেক সময় অবস্থান করে আনন্দ মিছিল করেন।

এসময় আওয়ামীলীগ ও শেখ হাসিনা বিরোধী নানা শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে। উচুঁ দালানের ছাদে উঠে তারা লাল সবুজের পতাকা উড়াতে থাকেন। এরপর তারা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়ের আনন্দ উল্লাস প্রকাশ করতে থাকেন। এসময় বাসাবাড়ি থেকে শিশু,মহিলা ও বয়স্করা হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানান।

বিকেল ৪টার দিক থেকে শুরু হওয়া এই মিছিল একনাগাড়ে চলতে থাকে। কেউ কেউ মোটর সাইকেলে র‌্যালী দিয়ে আবার অনেকেই ট্রাক দিয়েও বিজয় মিছিল করছেন। পায়ে হেঁটেও হাজার হাজার মানুষ পুরো শহর আনন্দ মিছিল করতে থাকেন। শহরের চৌমহনা ও কুসুমভাগ পয়েন্ট এলাকায় উপস্থিত জনতা একে অপরকে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস প্রকাশ করতে থাকেন।

একপর্যায়ে দীর্ঘদিন থেকে হামলা মামলা নির্যাতন সহ্য করা মানুষ আওয়ামীলীগ নেতাদের বাসাবাড়িতে ইটপাটকেল ছুঁড়ে ধিক্কার জানায়। শহরের কসুমভাগ পয়েন্টের পুলিশ বক্রে ভাংচুর ও আগুন দেয়। এরআগে মৌলভীবাজার মডেল থানা ঘেরাও করে হামলা করতে চাইলে অনেক সিনিয়র সিটিজেন উত্তেজিত জনতাকে নিবৃত্ত করেন। এসময় পুলিশ আত্মরক্ষার্তে দিগি¦দিগ পালায়। সেনাবাহিনী থানা ক্যাম্পাসে টহল বাড়ায়।

শহরে একের পর এক খন্ড খন্ড মিছিল অলিগলি থেকে প্রধান সড়কে আসতে থাকে। বৃষ্টি অপেক্ষা করে জনতার বাঁধভাঙ্গা জোয়ার উঠে শহরের রাজপথে। আনন্দ মিছিলে মিছিলে উত্তাল পুরো শহর। পরিচিত অপরিচিত অনেকেই একে অন্যকে হাঁসিমুখে মিষ্টি খাওয়ানোর ধুম পড়ে।