বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন আব্দুর রাজ্জাক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২০

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হচ্ছেন জাতীয় দলের অন্যতম রেকর্ডের বরপুত্র স্পিনার আব্দুর রাজ্জাক। ইতোমধ্যে জাতীয় দলের আরেক নির্বাচক হাবিবুল বাশারের মাধ্যমে তাকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তাকে নির্বাচক হওয়ার প্রস্তাবের খবরটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন আব্দুর রাজ্জাক নিজেই।

এ ব্যাপারে রাজ্জাক বলেন, ‘হ্যাঁ আমার সাথে কথা হয়েছে। একটু ভেবে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছি। প্রিমিয়ার লিগের খেলা শেষে জানাতে চেয়েছি। এখন খেলাও স্থগিত হয়ে আছে, ভেবে দেখতে হবে।’

এদিকে নির্বাচক প্যানেলে যুক্ত হতে হলে সব ধরনের খেলা থেকে সরে আসতে হবে রাজ্জাককে। জাতীয় দলে ঢুকার সম্ভাবনা না থাকলেও ঘরোয়া লিগে সবার পছন্দের প্রথম সারিতে রাজ্জাকের নাম। তাই এই সিদ্ধান্ত নিতে একটু ভাবতেই হচ্ছে রাজ্জাককে।

এ সময় রাজ্জাক বলেন, ‘খেলা ছেটে দিয়ে নতুন কাজে যেতে হবে। এটা সহজ সিদ্ধান্ত নয়। যেকোন সিদ্ধান্ত ভেবে চিন্তে নেওয়া উচিত যেন পরবর্তীতে আফসোস করা না লাগে।’