সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার পৌর শহরের ৪ নং ওয়ার্ডে টেঙ্গুরী এলাকায় সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমীর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।
সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দিন আহম্মেদ (খোকন) এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর শুভ উদ্বোধন ঘোষণা করেন , উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান ।
এর আগে আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ জসিম উদ্দিন আহম্মেদ খোকন ।
সবশেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুপুরের খাবার বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, অবঃ উ স ক মেডিকেল অফিসার ডাঃ মুখলেছুর রহমান, কেন্দুয়া মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাকী আহমেদ, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সেতু আক্তার , কেন্দুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান, উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও সাংবাদিকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।