ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করেছে হাড়িভাসা দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪ শাহিনুর রহমান।মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” মাদককে না বলি ক্রিয়াকে হা বলিয়ে এসো মাদকমুক্ত সমাজ গড়ি আর এই মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়কে সামনে রেখে এক ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করেছে হাড়িভাসা দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। অদ্য ২৯/৫/২০২৪ ইং রোজ বুধবার বেলা ৩ ঘটিকায় পঞ্চগড় সদর উপজেলার হারড়িভাষা ইউনিয়নের প্রাণকেন্দ্র হাড়িভাসা দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এক ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে প্রীতি ম্যাচে যে দল দুটি পরস্পর মোকাবিলা করে ব্রাহ্মণবাড়িয়া ফুটবল একাডেমি বনাম পাহাড়তলী উচ্চ বিদ্যালয় । উক্ত প্রীতি ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কাজী আল তারিক (ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পঞ্চগড় সদর) উক্ত খেলার শুভ উদ্বোধনী ঘোষণা করেন জনাব আবু মোঃ নোমান হাসান (সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনির হোসেন (সাধারণ সম্পাদক হাড়িভাষা ইউনিয়ন আওয়ামী লীগ ও সভাপতি হাড়িবাসা বাজার বণিক সমিতি) জনাব মো:আবুল হাসেম (সুপার’ অত্র মাদ্রাসা হাড়িভাসা)। বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সম্মানিত সভাপতি নোমান হাসান তার বক্তব্যে বলেন মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থাকতে প্রয়োজন সংস্কৃতি ও খেলাধুলা , যারা সংস্কৃতি ও খেলাধুলার সাথে জড়িত থাকে তারা কখনো মাদকের সাথে জড়াতে পারে না তাই আমরা চেষ্টা করব যাতে এই সংস্কৃত খেলাধুল অব্যাহত থাকে,,উক্ত খেলা পরিচালনায় ছিলেন,, আহসান হাবীব, সাব্বির আহমেদ, আরিফ হোসেন ও সাদ খান সহ অত্র মাদ্রাসার আরো অনেক শিক্ষার্থী ,,,সভাপতিত্ব করেন জনাব মো: বদিউজ্জামান (সভাপতি হাড়িভাষা ইউনিয়ন ছাত্রলীগ) (2-0) গোলে পাহাড়তলী উচ্চ বিদ্যালয় কে হারিয়ে বিজয়ী হন ব্রাহ্মণবাড়িয়া ফুটবল একাডেমী। SHARES খেলাধুলা বিষয়: