মিশরের সব মসজিদ বন্ধ ঘোষণা, মুসলিমদের কান্না

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে দিনদিন মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৭১৫৮ জনের। এরইমধ্যে আ’ক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৯০৬ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আ’ক্রান্ত ২৭ জন রোগী শনাক্ত হয়েছে।

এমতাবস্তায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মিসরের ধর্ম মন্ত্রণালয় শনিবার সব মসজিদ, গির্জা ও ধর্মীয় প্রার্থনা সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে মসজিদের মাইকে আজান প্রচার বন্ধ হবে না। আগামী দুই সপ্তাহ পর্যন্ত অন্তত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।খবর রয়টর্সের।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের বড় জমায়েত এড়িয়ে চলতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। কারণ এতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপক শঙ্কা রয়েছে।

মন্ত্রণালয় জানায়, সব মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ থেকে শুরু হয়ে আগামী দুই সপ্তাহ যা অব্যাহত থাকবে।
এদিকে, এই ঘোষণা মেনে নিতে পারছে না অনেক ধর্মপ্রাণ মুসলিম।