চাটখিলে উপজেলা প্রশাসনের অভিযান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪ মোঃ হানিফ ।চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, সিলিন্ডার গ্যাস বিক্রয়ে মূল্য তালিকা প্রদর্শন ও পোনা মাছ রক্ষায় খাল থেকে ভেসাল জাল অপসারণ করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের ভ্রাম্যমান আদালত গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার সোনাচাকা বাজারে দ্রব্যের নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি মূল্য রাখার দায়ে ৩ ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি খাল থেকে ভেসাল জাল জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট সহ শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। SHARES সারা বাংলা বিষয়: