ভোঁপাড়া ইউনিয়নের অন্তর্গত সৈয়দপুর (সদুপুর) গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে গায়ের জোড়ে অবৈধ ভাবে এই প্রসাধনী কারখানা গড়ে তুলেছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

আত্রাই উপজেলার নিকটস্থ ০২ ভোঁপাড়া ইউনিয়নের অন্তর্গত সৈয়দপুর (সদুপুর) গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে গায়ের জোড়ে অবৈধ ভাবে এই প্রসাধনী কারখানা গড়ে তুলেছে শ্রীঃ সয়ন পাল নাকম একজন ব্যক্তি।এখানে তৈরী করা হচ্ছে “পাল কসমেটিক ” ব্যানারে নানা নকল প্রসাধনী সামগ্রী।

খোঁজ নিয়ে এবং সরজমিনে অনুসন্ধানে যেয়ে দেখা যায়তিনি উক্ত এলাকার রড, সিমেন্ট ব্যবসায়ী হাফিজের কাছ থেকে একটি আবাসিক ভবনের ভিতর এই অবৈধ নকল কারখানা গড়ে তুলেছে।সেখানে নকল পণ্য গুলো প্যাকেটিং এর জন্য কাজ করছে কিছু নারী শ্রমিক নাই তাদের মাঝে স্বাস্থ্য সচেতনার কোনো বালায় জীবন ঝুঁকি নিয়েই তারা এসব কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যাক্ষদর্শী বলেন, উপজেলার পাঁচুপুর গ্রামের শ্রীঃ সয়ন পাল (৩৬) দীর্ঘ কয়েক বছর যাবৎ এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে এই বাসার মালিক ও স্থানীয় প্রশাসনের সহযোগীতায়।একজন ব্যবসায়ী বলেন,এখান থেকে উৎপাদিত পূণ্য তিনি সারা বাংলাদেশে সরবরাহ করেন।

একজন ত্বক বিশেজ্ঞ বলেন,এসব প্রসাধনী সামগ্রী ব্যবহার করলে ত্বকের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে কারন তাদের নেই কোনো “ল্যাব কেমিস্ট্রিস” ইত্যাদি।সেই সাথে তিনি আরও বলেন, এই ব্যবসার সাথে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাকে অতিদ্রুত আইনে আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা।বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলা হলে তিনি বলেন,আসলে বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না।আপনারা বলেছে বিষয়টি আমি খতিয়ে দেখে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।