সোনামসজিদ স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকার পরে আবারো পণ্য আমদানি শুরু করেছে আমদানি-রপ্তানি কারকরা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪ মোঃ শহিদুল ইসলাম।বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ স্থলবন্দর। সোনামসজিদ স্থলবন্দরে পানামা পোর্ট লিঙ্ক লিমিটেড এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে চার দফা দাবিতে মানববন্ধন করে, আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা দিয়েছিলেন। গত রোবিবার ১৫ই সেপ্টেম্বর সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কারকরা। স্থলবন্দর পানামা পোর্ট লিঙ্ক লিমিটেড এর অফিসিয়াল কার্যক্রম চালু থাকলেও দীর্ঘ পাঁচ দিন ভারতীয় পণ্য বোঝায় ট্রাকের দেখা মেলেনি। পাঁচ দিন বন্ধ থাকার পরে আবারো ২১শে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল থেকে স্থলবন্দরে ভারতীয় পণ্য বোঝায় ট্রাক বন্দরে প্রবেশ করতে দেখা গিয়েছে সবকিছুই আগের নিয়মে থাকলেও ভারত থেকে আমদানিকৃত পাথর বোঝাই ট্রাকের খালাসের মাশুল কিছু টা শিথিল হয়েছে বলে জানা গেছে। সোনামসজিদ স্থল বন্দর পাঁচ দিন বন্ধ থাকার কারণে নিম্নআয়ের শ্রমিকরা হতাশায় ভুগছিলেন। পাশাপাশি আমদানি-রপ্তানি গ্রুপ অ্যাসোসিয়ান দের মধ্যে কিছু টা বিভাজন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। SHARES সারা বাংলা বিষয়: