জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে বিশ্ববাসীর উদ্যেশ্যে বর্তমান ‘করোনা’ পরিস্থিতিতে বিশেষ নির্দেশিকা!

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

শাহিদ হাতিমী: জমিয়তে উলামায়ে হিন্দ, ভারতের পক্ষ থেকে বিশ্ববাসীর উদ্যেশ্যে বর্তমান ‘করোনা’ পরিস্থিতিতে বিশেষ নির্দেশিকা! আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ! করোনা ভাইরাসে আতঙ্কিত না হই! নিজে বাঁচি অন্যকে বাঁচাই!! সুস্থতাই জীবন। আল্লাহর সকল নিয়ামতের মধ্যে সুস্থতা অন্যতম। আমাদের দেশসহ পুরো বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে আছে। সতর্কতা ও সচেতনতা এ রুগের ঔষধ। এজন্য আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

 

প্রথমেই আমাদেরকে তার লক্ষণগুলো জানতে হবে। করোনা ভাইরাস এক ধরণের ফ্লো, যার লক্ষণগুলো নিম্নরূপ। ১/শুষ্ক কাঁশি ও সর্দি ২/কঠিন জ্বর ৩/শ্বাসকষ্ট। উপরুক্ত লক্ষণগুলো দেখাদিলে দ্রুত সরকারি হাসপাতালে যোগাযোগ করুন। সাথে সাথে এ থেকে বাঁচার জন্য নিম্নের নির্দেশনাগুলো মেনে চলা অবশ্যক। তবে প্রথম কথা হলো গুনাহমুক্ত জীবন যাপন করা। ১. বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। ২. হাঁচি ও কাঁশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করতে হবে। ৩. কাঁশি, জ্বর ও শ্বাসকষ্ট রুগী থেকে কমপক্ষে একমিটার দূরত্ব বজায় রাখতে হবে। ৪. নাক, মুখ ও চোখে হাত দেবেন না, প্রয়োজনে টিস্যু ব্যবহার করবেন। সকলের কাছে বিশেষ আবেদন! মানুষের ভীড়ে যাবেন না। যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন।

 

বিশেষত: শিশু ও বৃদ্ধদের বাহিরে যাওয়া যাবে না। বারবার দুআ ও তাওবা করা। আমাদের আকিদা হচ্ছে- বিপদ-আপদ পাপাচার বৃদ্ধির কারণ। বিশেষ করে, অন্যায়, মিথ্যাচার, খিয়ানত, জেনে বুঝে আল্লাহর হুকুমের অবাধ্য ও আন্যের হৃদয়ে আঘাত করা আল্লাহর রাগবৃদ্ধির কারণ। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ইহা একটি গজব! এজন্য সকলকে অন্যায়, অনাচার ও সকলপ্রকার গোনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর কাছে তাওবা করা এবং তার বিধানাবলি মেনে চলা। বারবার একথা স্মরণ করা যে, এসকল মুসিবত আমাদেরই পাপের ফসল। জামায়েত, জলসা, বিয়েসহ যেকোনো অনুষ্ঠান স্থগিত করা। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে নিঃসঙ্গতাই এর মহৌষধ। এ রুগ থেকে বাঁচতে সকলের সচেতনতা একান্ত প্রয়োজন। মাআসসালাম- সায়্যিদ আরশাদ মাদানী সভাপতি, জমিয়তে উলামায়ে হিন্দ। . অনুবাদ- শাহিদ হাতিমী। তথ্য ও গবেষণা সম্পাদক- ছাত্র জমিয়ত বাংলাদেশ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ! করোনা ভাইরাসে আতঙ্কিত না হই! নিজে বাঁচি অন্যকে বাঁচাই!! সুস্থতাই জীবন। আল্লাহর সকল নিয়ামতের মধ্যে সুস্থতা অন্যতম। আমাদের দেশসহ পুরো বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে আছে।

 

সতর্কতা ও সচেতনতা এ রুগের ঔষধ। এজন্য আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে। প্রথমেই আমাদেরকে তার লক্ষণগুলো জানতে হবে। করোনা ভাইরাস এক ধরণের ফ্লো, যার লক্ষণগুলো নিম্নরূপ। ১/শুষ্ক কাঁশি ও সর্দি ২/কঠিন জ্বর ৩/শ্বাসকষ্ট। উপরুক্ত লক্ষণগুলো দেখাদিলে দ্রুত সরকারি হাসপাতালে যোগাযোগ করুন। সাথে সাথে এ থেকে বাঁচার জন্য নিম্নের নির্দেশনাগুলো মেনে চলা অবশ্যক। তবে প্রথম কথা হলো গুনাহমুক্ত জীবন যাপন করা। ১. বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। ২. হাঁচি ও কাঁশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করতে হবে। ৩. কাঁশি, জ্বর ও শ্বাসকষ্ট রুগী থেকে কমপক্ষে একমিটার দূরত্ব বজায় রাখতে হবে। ৪. নাক, মুখ ও চোখে হাত দেবেন না, প্রয়োজনে টিস্যু ব্যবহার করবেন। সকলের কাছে বিশেষ আবেদন! মানুষের ভীড়ে যাবেন না। যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন। বিশেষত: শিশু ও বৃদ্ধদের বাহিরে যাওয়া যাবে না। বারবার দুআ ও তাওবা করা। আমাদের আকিদা হচ্ছে- বিপদ-আপদ পাপাচার বৃদ্ধির কারণ। বিশেষ করে, অন্যায়, মিথ্যাচার, খিয়ানত, জেনে বুঝে আল্লাহর হুকুমের অবাধ্য ও আন্যের হৃদয়ে আঘাত করা আল্লাহর রাগবৃদ্ধির কারণ। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ইহা একটি গজব! এজন্য সকলকে অন্যায়, অনাচার ও সকলপ্রকার গোনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর কাছে তাওবা করা এবং তার বিধানাবলি মেনে চলা।

 

বারবার একথা স্মরণ করা যে, এসকল মুসিবত আমাদেরই পাপের ফসল। জামায়েত, জলসা, বিয়েসহ যেকোনো অনুষ্ঠান স্থগিত করা। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে নিঃসঙ্গতাই এর মহৌষধ। এ রুগ থেকে বাঁচতে সকলের সচেতনতা একান্ত প্রয়োজন। মাআসসালাম- সায়্যিদ আরশাদ মাদানী সভাপতি, জমিয়তে উলামায়ে হিন্দ।