গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু আহত অপরজন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪ মোঃ তুহিন ।শাজাহান(৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চৌডালা -কানসাট সড়কের মাদ্রাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ( ২৮ সেপ্টেম্বর) বিকেলে ওই সড়ক দিয়ে দুইজন মোটরসাইকেল আরোহী কানসাট যাওয়ার পথে একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে শিবগঞ্জ উপজেলার বড় হাদীনগর গ্রামের মৃত আফসার আলীর ছেলে শাজাহান আলী (৩৮) ও একই উপজেলার খাসেরহাট গ্রামের জেম আলীর ছেলে লিটন( ৩০) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাজাহানকে মৃত ঘোষণা করে।আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।গোমস্তাপুর থানার ওসি গোলাম কিবরিয়া জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: