সিরাজগঞ্জে ইছামতী নদীতে পানি বৃদ্ধি বিপাকে জনজীবন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

মোঃ লিমন আলী।সিরাজগঞ্জ যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ইছামতী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে জনজীবন বিপাকে পড়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলি ইউনিয়ন এবং শিয়ালকোল ইউনিয়ন এর মাঝে দিয়ে প্রবাহিত হয়েছে ইছামতী নদী। নদী পারাপারের একটি মাত্র বাবস্তা এই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। বছরের অর্ধেক সময় পানি এবং অর্ধেক সময় শূকনো থাকে ।

ইছামতী নদীর উত্তর সাইটে রয়েছে একটি বাজার, কবরস্থান,২০ থেকে ২৫ গ্ৰাম। নদীর দক্ষিণ পাশে রয়েছে রিভার ভিউ আইডিয়াল ডিগ্রি কলেজ, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ, কেন্দ্রীয় কবরস্থান সহ হাটবাজার। গ্ৰাম থেকে চিকিৎসার জন্য যেতে হয় প্রায় পাঁচ কিলোমিটার দূর দিয়ে। এতে রুগির অবস্থা অনেকটা খারাপ এর দিকে যায় ।

দীর্ঘ দিন ধরে ব্রিজ দেওয়ার কথা বলছে আসছে সিরাজগঞ্জের এনজিও দায়িত্বশীল কর্মকর্তারা কিন্তু আশ্বাস দিয়ে হয়নি এখনো ব্রিজ । তাই জনগণের আবেদন এখানে অতি তাড়াতাড়ি একটি ব্রিজের ব্যাবস্থা করতে হবে এবং দূত্য নির্মাণে কাজ শুরু করতে হবে।