কেন্দুয়ায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা ও জি আর চালের ডিও প্রদান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪

কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও জি আর চালের ডিও প্রদান অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা ও জি আর চালের ডিও প্রদান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, আর্মি ওয়ারেন্ট অফিসার সেলিম মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাদেকুর রহমান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অনিল কুমার ভদ্র, সাধারণ সম্পাদক সজল সরকার, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাংবাদিক ও নাট্যকার রাখাল বিশ্বাস, উপজেলা জামায়াতের ইসলামীর কর্ম পরিষদের সদস্য হুমায়ুন ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান প্রমুখ ।

সভায় বিভিন্ন বক্তব্যে পূজা উদযাপন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে ওঠে আসে । এছাড়াও দেশের পরিবর্তিত সার্বিক পরিস্থিতিতে দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণে যেনো অসাম্প্রদায়িক চেতনায় আগামীর বাংলাদেশ গড়ে তোলা যায় সে বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয় । সবশেষে জি আর চালের ডিও প্রদানের আয়োজন করা হয় ।

এ উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিবিদ ও কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা আনসার ভিডিপির প্রতিনিধি দল, ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ ।

উল্লেখ্য এবার উপজেলায় ৩৬টি পুজা মণ্ডপে স্বপ্রণোদিতভাবে পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার ৫টি, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ৫টি, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভূঁঞা খোকন ২৪টি ও মোঃ শহীদুল্লাহ ২টি অগ্নিনিবারক যন্ত্র বা এক্সটিংগুইসার ব্যবস্থা করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন ।